সর্বশেষ

6/recent/ticker-posts

Ad Code

সাভারে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার


 সাভারের আশুলিয়ায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ জানুয়ারি) সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ি মাছের আড়তের পাশে একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, ওই যুবককে প্রায় ৩-৪ দিন আগে হত্যা করা হয়েছে। তার পরিচয় এবং হত্যার কারণ উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

পুলিশ জানায়, সকালে স্থানীয়রা নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ি মাছের আড়তের পাশে একটি ডোবায় মরদেহটি পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়।

Post a Comment

0 Comments