বাজেট কমানোর কারণে সুইজারল্যান্ড সরকার বাংলাদেশ, আলবেনিয়া এবং জাম্বিয়ায় তার উন্নয়ন সহায়তা কর্মসূচি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। গত ডিসেম্বরে সুইস সংসদ বৈদেশিক সাহায্যের বাজেটে কাটছাঁট করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সুইসইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, সুইস সংসদ ২০২৫ সালের আন্তর্জাতিক সহযোগিতা বাজেট থেকে ১১০ মিলিয়ন সুইস ফ্রাঁ (১২১ মিলিয়ন মার্কিন ডলার) এবং ২০২৬-২০২৮ সালের আর্থিক পরিকল্পনা থেকে ৩২১ মিলিয়ন সুইস ফ্রাঁ কমিয়েছে।
সুইজারল্যান্ড সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই বাজেট কর্তনের ফলে দ্বিপাক্ষিক, অর্থনৈতিক এবং বিষয়ভিত্তিক সহযোগিতার পাশাপাশি বহুপাক্ষিক সংস্থাগুলোও ক্ষতিগ্রস্ত হবে।
বুধবার সুইজারল্যান্ডের কার্যনির্বাহী সংস্থা ফেডারেল কাউন্সিলকে বাজেট কমানোর বিষয়টি অবহিত করা হয়। এর পরিপ্রেক্ষিতে, সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন (এসডিসি) ২০২৮ সালের শেষ নাগাদ আলবেনিয়া, বাংলাদেশ এবং জাম্বিয়ায় তার দ্বিপাক্ষিক উন্নয়ন কর্মসূচি ধাপে ধাপে বন্ধ করবে।
২০২৫ থেকে ২০২৮ সালের মধ্যে, দেশীয় এবং বিষয়ভিত্তিক কর্মসূচি ও সংস্থাগুলোর জন্য অতিরিক্ত বাজেট কমানোর পরিকল্পনা রয়েছে। তবে, মানবিক সাহায্য, শান্তি প্রতিষ্ঠা এবং ইউক্রেনকে সহায়তার জন্য বরাদ্দ অপরিবর্তিত থাকবে।
0 Comments