ভারতের পশ্চিমবঙ্গে শ্রেণিকক্ষে এক কলেজছাত্রকে তার শিক্ষিকা বিয়ে করছেন, এমন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ বিয়েতে হিন্দু রীতি অনুযায়ী হলুদ, মালা বিনিময় ও মণ্ডপের চারপাশে সাতবার ঘোরার মতো সব আচার-অনুষ্ঠান পালন করা হয়। খবর এনডিটিভির।
ভিডিওতে দেখা যাওয়া ওই অধ্যাপকের নাম পায়েল বন্দ্যোপাধ্যায়। তাকে কনের পোশাকে এবং মালা পরিহিত অবস্থায় দেখা যায়। তবে তিনি বিয়ের বিষয়টি অস্বীকার করে বলেন, এটি আসল বিয়ে ছিল না। এটি শুধু শ্রেণিকক্ষের ভেতরে একাডেমিক অনুশীলনের অংশ ছিল।
ইতোমধ্যে শিক্ষিকা পায়লকে সাময়িক অব্যাহতি দিয়ে ঘটনার তদন্তে তিন সদস্যের কমটি গঠন করা হয়েছে। কলেজের কর্মকর্তারা বলেন, আমরা যথাযথ তদন্ত ছাড়া কোনো কঠোর ব্যবস্থা নিতে পারি না।
পায়েল বন্দ্যোপাধ্যায় কয়েক বছর ধরে ওই কলেজে মনোবিজ্ঞান পড়ান। তিনি দাবি করেন, এই কাজটি একটি ‘মনস্তাত্ত্বিক নাটকের’ অংশ, যা তিনি তার ক্লাসে পাঠদানের কাজে ব্যবহার করেছেন। তাকে অপমানের উদ্দেশ্যে ভিডিওটি ফাঁস করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তবে এ বিষয়ে মন্তব্যের জন্য ওই কলেজ শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
0 Comments