![]() |
| হাবিব, সানি, সংজোন ছাড়াও এ কনসার্টে ব্ল্যাক জ্যাংয়ের গাইবার কথা ছিল। |
স্থগিত হলো ‘ম্যাক্স ফান অন বে ওয়ান’ কনসার্ট
পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের পতেঙ্গায় আয়োজন করা হয়েছিল ব্যতিক্রমী কনসার্ট ‘ম্যাক্স ফান অন বে ওয়ান’। সমুদ্রের বুকে ভাসমান এই আয়োজনে পারফর্ম করার কথা ছিল জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ, আহমেদ হাসান সানি, সংজোন ও ব্ল্যাক জ্যাংদের।
আচমকাই স্থগিত ঘোষণা
সামাজিক মাধ্যমে এই কনসার্ট নিয়ে ছিল ব্যাপক প্রচারণা। তবে হঠাৎ করেই কনসার্ট স্থগিতের ঘোষণা দিল আয়োজক কর্তৃপক্ষ। শনিবার (১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বরেন্দ্র ইভেন্টস ও জোন ইন্টিগ্রেটেড মার্কেটিং এজেন্সি জানিয়েছে,
“প্রিয় অতিথি, আমরা অনেক দুঃখের সাথে জানাচ্ছি যে, বহুল প্রতীক্ষিত কনসার্ট ‘ম্যাক্স ফান অন বে ওয়ান’ স্থগিত করা হয়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞ। শিগগিরই নতুন তারিখ জানানো হবে।”
ইতিমধ্যে বিক্রি হয়েছে টিকিট
কনসার্টের টিকিট অনলাইন ই-টিকিট প্ল্যাটফর্ম টিকিফাইয়ের মাধ্যমে বিক্রি শুরু হয়েছিল। তবে কনসার্ট পিছিয়ে যাওয়ায় এখন পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করতে হবে দর্শকদের।
কী ছিল টিকিটের মূল্য?
মোট ১০টি ক্যাটাগরিতে টিকিট বিক্রি চলছিল, যার মধ্যে কিছু টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে।
| ক্যাটাগরি | মূল্য (টাকা) |
|---|---|
| ইকোনমি ক্লাস | ৯,৫০০ |
| বিজনেস ক্লাস | ১২,০০০ |
| ওপেন ডেক | ১৫,০০০ |
| সিঙ্গেল বাঙ্কার | ১৮,৫০০ |
| ভিআইপি প্রেসিডেন্সিয়াল (২ জন) | ৪৪,৯৯৯ |
| রয়েল কেবিন (২ জন) | ৫৪,৯৯৯ |
| ভিআইপি প্রেসিডেন্সিয়াল প্লাস (২ জন) | ৫৯,৯৯৯ |
| ফ্যামিলি বাঙ্কার (৪ জন) | ৯৯,৯৯৯ |
| ভিভিআইপি কেবিন (২ জন) | ১,২০,০০০ |
| দ্য এমপারর কেবিন | ১,৫০,০০০ |
এর মধ্যে ভিআইপি প্রেসিডেন্সিয়াল প্লাস ক্যাটাগরির সব টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গিয়েছিল।
পরবর্তী ঘোষণা আসবে শিগগিরই
কনসার্ট স্থগিতের কারণ বিস্তারিত জানানো হয়নি। তবে আয়োজকরা জানিয়েছেন, শিগগিরই নতুন তারিখ ঘোষণা করা হবে। টিকিট ক্রেতারা আপাতত অপেক্ষায় রয়েছেন আয়োজকদের পরবর্তী সিদ্ধান্তের জন্য।

0 Comments