সর্বশেষ

6/recent/ticker-posts

Ad Code

শেখ হাসিনা নেতৃত্বের নামে নারীদের পিছিয়ে রাখার অপকৌশল করেছেন

 

শেখ হাসিনা দেশে নারী নেতৃত্বের নামে নারীদের পিছিয়ে রাখার অনেক অপকৌশল অবলম্বন করেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনে জাতীয় নাগরিক কমিটির জেলা শাখার আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান ও পরবর্তী রাজনৈতিক বন্দোবস্তে নারীদের অংশগ্রহণ’ শীর্ষক নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

 
বিগত ১৬ বছরে আওয়ামীলীগের নানা দুঃশাসনের চিত্র তুলে ধরে সামান্তা শারমিন বলেন, ‘আওয়ামী লীগ কি মাত্রায় আমাদের ওপর অত্যাচার করেছে তা বলে শেষ করা যাবে না। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খাদিজাতুল কোবরার কথা জানি। বাক স্বাধীনতার কথা বলতে গিয়ে খাদিজা গ্রেফতার হয়েছিল। জেল জুলুম নির্যাতনে নারীরাও শিকার হয়েছে। যেসব পুরুষরা জেলে ছিল তাদের বাসার নারীদের ওপরেও জুলুম করা হয়েছে।’
 
শেখ হাসিনা ও আওয়ামী লীগের দলগত বিচার দাবি করে সামান্তা শারমিন বলেন, শেখ হাসিনা সংরক্ষিত আসনের নামে নারী নেতৃত্ব তৈরিতে বাধা দিয়েছে। দলীয় প্রয়োজনে কিছু নারীকে অপব্যবহার করেছে। গণহত্যায় যারা যুক্ত হয়েছে সেখানে নারী থাকলে তাদেরও বিচার করা প্রয়োজন। আওয়ামী লীগের দলগত বিচার চাচ্ছি আমরা। এই বিচার আমাদের চাইতে হবে। তাকে দেশে ফেরানো হোক এবং বিচার করা হোক।’
 
 
সংস্কারের পাশাপাশি গণপরিষদ নির্বাচনের গুরুত্ব তুলে ধরে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র বলেন, ‘উপদেষ্টা পরিষদে পর্যাপ্ত নারীর উপস্থিতি নেই। কিভাবে নারীদের এই সেক্টরে যুক্ত করতে হবে সেই বিষয়টি আমাদেরই বের করতে হবে। আমরা সংস্কারের কথা বলছি। সেই সাথে বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের কথা বলছি। তিনটি অবৈধ নির্বাচনের পরেও দেশে আর কোন প্রশ্নবিদ্ধ নির্বাচন হতে পারে না ৷ অবশ্যই গণপরিষদ নির্বাচন আগে হতে হবে এবং সংবিধান পুনর্লিখন করতে হবে।’
 
সমাবেশে বিশেষ আলোচকের বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় সমন্বয়ক নুসরাত তাবাসসুম ভোটের রাজনীতিতে নারী সমাজের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, নারীর ভোট ও পুরুষের ভোট আলাদা ক্ষমতা রাখে না। নারীর ভোট ও পুরুষের ভোট সমান গুরুত্ব বহন করে।
 
নুসরাত তাবাসসুম বলেন, গত জুলাই-আগস্টের আন্দোলনেও নারীরা পুরুষের সাথে সমানতালে ভূমিকা পালন করেছে। এছাড়া নতুন রাজনৈতিক দল গঠনের ব্যাপারে জনমত সংগ্রহে পুরুষের চেয়ে নারীদের মতামতই বেশি এসেছে।
 
জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নারী সেলের সম্পাদক সাদিয়া ফারজানা দিনার সভাপতিত্বে এই নারী সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনটির সংস্কৃতি সেলের সম্পাদক তাজনুভা জাবীন, শহীদ ও আহত সেলের সম্পাদক ডা. মাহমুদা মিতু, কেন্দ্রীয় সদস্য নাহিদা সারোয়ার নিভা।

এছাড়া নারায়ণগঞ্জে আন্দোলনে আহত ও শহীদ পরিবারের নারী সদস্যরা বক্তব্য দেন এই নারী সমাবেশে।

             

Post a Comment

0 Comments