বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডের পোস্ট অফিসের গলি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে মহানগরীর সেন্ট্রাল রোডের পোস্ট অফিসের গলির কাছে তার ছোট ভাই ওহেদুজ্জামান কনকের বাসা থেকে তাকে আটক করা হয়।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার মুন্না হত্যা মামলাসহ রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া দুইটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
রংপুর মহানগর পুলিশের কমিশনার মোঃ মজিদ আলী জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে ওই বাসা থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা চেষ্টাসহ একাধিক মামলা রয়েছে।
0 Comments