সর্বশেষ

6/recent/ticker-posts

Ad Code

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে প্রদর্শিত কার্ডে ভুল বানান

 

অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ মিনারের সামনে প্রদর্শিত প্ল্যাকার্ডে একাধিক বানান ভুলের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। 

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন প্ল্যাকার্ড টাঙানো হলেও সেখানে ‘বাংলাদেশ’, ‘ফেব্রুয়ারি’, ‘শহীদ’—এর মতো গুরুত্বপূর্ণ শব্দের বানান ভুল পাওয়া যায়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, ভাষার জন্য আত্মত্যাগ করা শহীদদের স্মরণে আয়োজিত কর্মসূচিতে বানান ভুল অমার্জনীয়। চবির ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রাকিব বলেন, একুশ মানেই মাতৃভাষার প্রতি শ্রদ্ধা। আর সেই দিবসেই যদি বানান ভুল থাকে, তাহলে সেটা লজ্জার।
 
আরও পড়ুন: এসএসসি পরীক্ষার সূচি পরিবর্তন, নতুন রুটিন প্রকাশ

বানান ভুল প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর হায়দার আরিফ বলেন, ভুলটি অনাকাঙ্ক্ষিত। বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিস শহীদ মিনারের প্ল্যাকার্ড তৈরির অনুমতি নেয়, তবে ভুল বানান আমাদের নজরে আসার পরপরই প্রক্টরিয়াল বডি তা সরিয়ে নেয়। এটি উদ্দেশ্যপ্রণোদিত ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে এবং যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের ভুলের পুনরাবৃত্তি না ঘটে।            

Post a Comment

0 Comments