সর্বশেষ

6/recent/ticker-posts

Ad Code

মাদারীপুরে ৩০ কেজি গাঁজাসহ দুই নারী আটক

 

মাদারীপুরের রাজৈর থেকে ৩০ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজৈর থানা পুলিশ।

Loaded15.70%
Remaining Time 10:43

সোমবার রাতে রাজৈর উপজেলার ঘোষালকান্দি পশ্চিম পাড়া গ্রামের মিনজাল ফকিরের বাড়ীতে অভিযান চালিয়ে ৩০কেজি গাঁজা ও গাঁজা বিক্রির ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়। এসময় দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক দুই নারী মাদক ব্যবসায়ী হচ্ছে ফরিদপুর ভাঙ্গার তালকান্দা গ্রামের আশ্রাব আলী শেখ এর মেয়ে খাদিজা বেগম (৩০) ও একই গ্রামের হায়দার শেখের মেয়ে মোসাঃ কাজল বেগম (৩২)।


এবিষয়ে মাদারীপুর জেলা পুলিশ এক বিবৃতিতে জানান, দীর্ঘদিন ধরে তারা রাজৈর ঘোষালকান্দী পশ্চিম পাড়া গ্রামের মিনজাল ফকিরের বাড়িতে ভাড়া থেকে মাদক ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান চালানো হয়। এ-সময় বিপুল পরিমান গাঁজাসহ দুই নারীকে আটক করা হয়। ঘটনায় রাজৈর থানায় একটি মাদক মামলা দায়ের প্রক্রিয়াধীন।

Post a Comment

0 Comments