বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে স্থানীয়, প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা এসে মরদেহ উদ্ধারের পর হাসপাতাল মর্গে পাঠান।
স্থানীয়
সূত্রে জানা যায়, রোমান সিরাজদিখান উপজেলার থৈরগাঁও গ্রামের মিরাজ শেখের
পুত্র। দারিদ্র্যতার কারণে মে স্কুলে পড়াশোনার পাশাপাশি মিশুক চালাত। গত ২১
জানুয়ারি স্কুল থেকে বাড়ি ফিরে মিশুক নিয়ে কাজে বের হয় রোমান। এরপর থেকই
নিখোঁজ হয় সে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতারের পাশাপাশি মিশুকটি উদ্ধার
করলেও রোমানের সন্ধান পায়নি।
রোমানের
সন্ধানে বুধবার (১২ ফেব্রুয়ারি) মানববন্ধন করেন তার স্বজনরা। একপর্যায়ে
সিরাজদিখান থানা ভাঙচুরের ঘটনাও ঘটে। বৃহস্পতিবার সকালে ডোবার কচুরিপানা
পরিষ্কারের সময় মরদেহ বেরিয়ে আসে। পরে বিক্ষুব্ধ স্বজনরা গ্রেফতার আসামি
অটোরিকশা চোর চক্রের সদস্য সিয়ামের বাড়ি ভাঙচুরের পর আসবাবপত্রে আগুন ধরিয়ে
দেন। প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর
সদস্যরা এসে পরিস্থিতি শান্ত করেন।
এ
বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশনস) মোহাম্মদ ফিরোজ কবির
জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো
হয়েছে।
0 Comments