সর্বশেষ

6/recent/ticker-posts

Ad Code

বিশ্ব ইজতেমা ঘিরে ডিএমপির জরুরি নির্দেশনা

 

টঙ্গীর তুরাগতীরে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমা আগামী ৩১ জানুয়ারি শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি (আখেরি মোনাজাত: ২ ও ৫ ফেব্রুয়ারি) শেষ হবে।


বিশ্ব ইজতেমায় নির্বিঘ্ন যাতায়াত ও যানজট নিয়ন্ত্রণে ডিএমপির ১৩ দফা নির্দেশনা

বিশ্ব ইজতেমায় দেশি-বিদেশি লাখ লাখ ধর্মপ্রাণ মানুষের নির্বিঘ্ন যাতায়াত ও যানজট এড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ১৩ দফা বিশেষ নির্দেশনা জারি করেছে। সোমবার (২৭ জানুয়ারি) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপির নির্দেশনাসমূহ:

  1. আখেরি মোনাজাতের দিন (২ ও ৫ ফেব্রুয়ারি) ভোর ৪টা থেকে আন্তঃজেলা বাস, ট্রাক, কাভার্ড ভ্যানসহ ভারী যানবাহন আব্দুল্লাহপুর ও ধউর ব্রিজ মোড় এড়িয়ে মহাখালী-বিজয় সরণি-গাবতলী হয়ে চলাচল করবে।
  2. উত্তরবঙ্গ থেকে আসা যানবাহন নবীনগর, বাইপাইল বা আশুলিয়া হয়ে কামারপাড়া/আব্দুল্লাহপুর ক্রসিং এড়িয়ে সাভার ও গাবতলী দিয়ে চলাচল করবে।
  3. এয়ারপোর্ট রোড ব্যবহারকারী যানবাহন কুড়িল ফ্লাইওভারের ওপর দিয়ে প্রগতি সরণি অথবা নিকুঞ্জ-১ ক্যাচি গেটের ইউটার্ন ব্যবহার করবে।
  4. ৩০০ ফিট দিয়ে আগত যানবাহন কুড়িল ফ্লাইওভার লুপ-২ (বিমানবন্দরগামী) এড়িয়ে প্রগতি সরণি ব্যবহার করবে।
  5. ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওলা এক্সিট এড়িয়ে চলাচলের জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
  6. বিমানবন্দর সড়কে যানবাহন চলাচল সীমিত থাকবে। বিকল্প হিসেবে মহাখালী ও বিজয় সরণি সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
  7. ঢাকা মহানগর থেকে হেঁটে আসা মুসল্লিদের তুরাগ নদীর পন্টুন ব্রিজ অথবা কামারপাড়া ব্রিজ দিয়ে চলাচল করতে হবে।
  8. বিদেশগামী যাত্রীদের জন্য পদ্মা ইউলুপ, কুড়াতলী লুপ-২ ও নিকুঞ্জ-১ গেট থেকে পরিবহন সেবা থাকবে।
  9. পার্কিং এলাকায় গাড়ির চালক বা সহকারী অবস্থান করবেন এবং যাত্রীর সঙ্গে যোগাযোগের জন্য মোবাইল নম্বর শেয়ার করবেন।
  10. মুসল্লিবাহী যানবাহনে চালকের নাম ও মোবাইল নম্বর দৃশ্যমান থাকতে হবে।
  11. ফ্লাইওভারের নিচ দিয়ে যানবাহন পারাপার বন্ধ থাকবে।
  12. জনসাধারণকে পায়ে হেঁটে ফ্লাইওভার ব্যবহার না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
  13. খিলক্ষেত থেকে আব্দুল্লাহপুর হয়ে ধউর ব্রিজ পর্যন্ত কোনো পার্কিং করা যাবে না।

নির্ধারিত পার্কিং এলাকা:

  • ঢাকা ও চট্টগ্রাম বিভাগ: কদমতলী মার্কেট, ৫ নম্বর ব্রিজ ঢাল, ১৭ নম্বর সেক্টর উলুদাহ মাঠ।
  • সিলেট ও খুলনা বিভাগ: ১৫ নম্বর সেক্টর লেকপাড় মাঠ।
  • রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগ: ১০ ও ১১ নম্বর ব্রিজের পশ্চিম পাশ ও বউবাজার মাঠ।
  • বরিশাল বিভাগ: ধউর ব্রিজ সংলগ্ন বিআইডব্লিউটিএ ল্যান্ডিং স্টেশন।
  • ঢাকা মহানগর: ৩০০ ফিট সংলগ্ন স্বদেশ প্রোপার্টির খালি জায়গা।

ডাইভারশন পয়েন্ট:

আখেরি মোনাজাতের দিন (২ ও ৫ ফেব্রুয়ারি) ধউর ব্রিজ, পঞ্চবটা ক্রসিং, পদ্মা ইউলুপসহ বিভিন্ন স্থানে ডাইভারশন থাকবে।

ডিএমপির ট্রাফিক বিভাগ ধর্মপ্রাণ মানুষদের যাতায়াত নির্বিঘ্ন করতে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানিয়েছে।

Post a Comment

0 Comments