সর্বশেষ

6/recent/ticker-posts

Ad Code

মাঠে নামছে ব্রাজিল, আর্জেন্টিনা, কখন, কোথায় দেখবেন

FIFA World Cup Qualifiers: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে লাতিন আমেরিকার গ্রুপে আপাতত শীর্ষেই রয়েছে আর্জেন্তিনা। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল রয়েছে চার নম্বরে।

ফের আর্জেন্তিনার জার্সি চাপিয়ে মাঠে নামছেন মেসি (ছবি: এফএ এক্স) Source : https://x.com/AFASeleccionEN/status/1856489057624166600/photo/1

নয়াদিল্লি: ফুটবল বিশ্বকাপের মহারণ বসতে দুই বছর মতো বাকি। সেই মেগা টুর্নামেন্টের আগে জোরকদমে চলেছে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের (FIFA World Cup Qualifiers) লড়াই। সেই যোগ্যতা অর্জন পর্বের ম্যাচেই একইদিনে মাঠে নামছেন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্তিনা। স্বাভাবিকভাবেই বিশ্বকাপের সফলতম দল ব্রাজিল ও বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্তিনার ম্যাচ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন অনুরাগীরা।

যোগ্যতা অর্জন পর্বের একেবারে মাঝপথে লাতিন আমেরিকার গ্রুপে ২২ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষেই রয়েছে আর্জেন্তিনা। আর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল শুরুটা নড়বড়ে করলেও ১৬ পয়েন্ট রয়েছে তাঁদের দখলে। সেলেসাওরা রয়েছে চার নম্বরে। তবে যোগ্যতা অর্জন পর্বের দ্বিতীয়ার্ধে কিন্তু ছবিটা বদলে গেলেও যেতে পারে। একদিকে যেখানে ব্রাজিলের সামনে তালিকায় এগিয়ে যাওয়ার হাতছানি রয়েছে, সেখানে লা আলবিসেলেস্তের সামনে চ্যালেঞ্জ নিজেদের দাপট অব্যাহত রাখা।

এই ম্যাচগুলির জন্য কিন্তু আর্জেন্তিনা দলে প্রত্যাবর্তন ঘটাচ্ছেন তারকা গোলকিপার এমি মার্তিনেজ়। ক্য়ামেরাম্যানকে আঘাত করে দুই ম্যাচের জন্য নির্বাসিত হয়েছিলেন তিনি। তবে সেই নির্বাসন শেষ করে ফের একবার জাতীয় দলের জার্সি গায়ে চাপাবেন তিনি। ব্রাজিল দলের হয়ে ভিনিসিয়াস জুনিয়রকেও খেলতে দেখা যাবে। তবে ফের একবার চোটের কবলে পড়ায় নেমারকে দলে রাখা হয়নি। এবার খালি ম্য়াচগুলি শুরু হওয়ার অপেক্ষা।  

ম্যাচগুলি কবে?

শুক্রবার, অর্থাৎ ১৫ নভেম্বর (ভারতীয় সময় অনুযায়ী) ব্রাজিল ও আর্জেন্তিনার ম্যাচগুলি খেলা হবে।

কাদের ম্যাচ?

ফিফা বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ভেনিজুয়েলার মুখোমুখি হচ্ছে ব্রাজিল (Venezuela vs Brazil), আর প্যারাগুয়ের বিরুদ্ধে খেলতে নামবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনা (Paraguay vs Argentina)।

কখন শুরু?

ব্রাজিলের ম্যাচটি শুরু হবে শুক্রবার ১৫ নভেম্বর, ভারতীয় সময় ভোররাত ২.৩০টে ও আর্জেন্তিনার ম্যাচটি ওই একইদিনে সকাল ৫টে থেকে শুরু হওয়ার কথা।

কোথায় দেখবেন ম্যাচ?

দুর্ভাগ্যবশত এবারেও ভারতে কোনও চ্যানেলে লাতিন আমেরিকার দলগুলির এই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচগুলি দেখাবে না।

অনলাইনে কীভাবে দেখবেন খেলা?

তবে হতাশ হওয়ার কিন্ত কোনও কারণ নেই। টিভিতে দেখাবে না তো কী! লাতিন আমেরিকার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচগুলি ফ্যানকোড অ্যাপ এবং ওয়েবসাইটে সরাসরি দেখতে পারবেন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন Life4Teach হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Post a Comment

0 Comments