আজ সকালে ঢাকা পলিটেকনিকের বহিষ্কৃত প্রিন্সিপ্যাল মুস্তাফিজুর রহমানকে পুনর্বহাল করার জন্য ঢাকা পলিটেকনিক ছাত্রদল সভাপতি শাহীন দলবল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে।
ইতঃপূর্বে চট্টগ্রাম পলিটেকনিকে ছাত্রদলের হামলার প্রতিবাদে ঢাকা পলিটেকনিকে আজ সকাল থেকেই "কারিগরি ছাত্র আন্দোলন" এর প্রতিবাদ চলতে থাকে। ক্যাম্পাসে ছাত্রদলের প্রবেশের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ করলে ছাত্রদলের হামলায় জুবায়ের নামে এক শিক্ষার্থী আহত হয়। এই ঘটনার প্রেক্ষিতে আজ সন্ধ্যায় কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে সমঝোতার জন্য ঢাকা পলিটেকনিকে জায়গা না পেয়ে বুটেক্সের আজিজ হলে মিটিং করতে চায় ছাত্রদল। বুটেক্সের ছাত্ররা মিটিং করতে বাধা দিলে ছাত্রদল সভাপতি শাহীন ঢাকা পলিটেকনিক থেকে ছাত্রদলের ক্যাডারদের নিয়ে বুটেক্সের আজিজ হলে হামলা চালায়। এরপর বুটেক্সের ছাত্ররাও ছাত্রদলকে ধাওয়া দেয়।বুটেক্সের শিক্ষার্থীদের বাধার মুখে পড়ে ছাত্রদল গুজব রটিয়ে দেয় যে পলিটেকনিকের ছাত্ররা বুটেক্সের ছাত্রদের হাতে মার খাচ্ছে। এর পরপরই সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় পাশাপাশি দুই ক্যাম্পাসের(বুটেক্স ও ডিপিআই) সাধারণ শিক্ষার্থীরা জড়িয়ে পড়ে
0 Comments