স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মন্ত্রণালয় অভিমুখে ধর্ষণ-নিপীড়ণ বিরুধী ব্যানারে বাংলাদেশের শিক্ষার্থীরা পুলিশী বাধায়
এ
সময় বিক্ষোভকারীদের সঙ্গে আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের
ধাক্কাধাক্কি হয়। বিক্ষোভকারীরা পুলিশের প্রতিবন্ধকতা সরিয়ে ফেলেন। তবে
পুলিশের বাধার মুখে সচিবালয়ের দিকে এগোতে পারেননি তারা।
শিক্ষা ভবনের সামনেই অবস্থান নিয়ে নানা স্লোগান দিতে থাকেন তারা। সেখানেই সমাবেশ করেন।
এর আগে বিক্ষোভকারীরা সমাবেশ করেন শহীদ মিনারে।
সমাবেশ
থেকে বলা হয়, জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ,
সারাদেশে অব্যাহত ধর্ষণ ও নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অবিলম্বে
ধর্ষণ ও নিপীড়ণের সব ঘটনার বিচার এবং সংশ্লিষ্ট আইনের সংস্কারের দাবিতে
গণপদযাত্রার শান্তিপূর্ণ কর্মসূচি তারা নিয়েছিলেন। তাতে পুলিশ বাধা দিয়েছে।
এসব দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা।
0 Comments